Home লাইফস্টাইল ত্বকের সমস্যা দূরীকরনে বেসনের ব্যবহার

ত্বকের সমস্যা দূরীকরনে বেসনের ব্যবহার

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ উপকারী একটি প্রাকৃতিক উপাদান হল বেসন। এই উপাদানটি নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও দাগহীন। বিশেষ করে ত্বকের তিনটি বিশেষ সমস্যা দূর করতে বেসন বেশি কার্যকর।

ত্বকের কালচে দাগ দূরীকরণে 

দুই চা চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো ও কয়েক ফোঁটা লেবুর রস ও এক চা চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক অতি দ্রুত আপনার ত্বকের কালচে দাগ দূর করবে। তবে এ জন্য টানা কয়েকদিন আপনাকে ব্যবহার করতে হবে এই প্যাক ।

ব্রণ দূর করতে 

এক চা চামচ বেসনের সঙ্গে সামান পরিমাণ চন্দনের গুঁড়ো, দুধ ও পানি মিশিয়ে তৈরি করুন  ঘন মিশ্রণ। যাঁদের মুখে ব্রণ আছে, তাঁরা প্রতিদিন এই প্যাক মুখে ব্যবহার করুন। আপনি চাইলে এই প্যাকের মধ্যে সামান্য হলুদের গুঁড়োও দিতে পারেন। বেসনের এই প্যাক ব্রণ দূর করতে বেশ কার্যকর।

ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে 

গোলাপজলের সঙ্গে বেসন মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে  ত্বকের তেলতেলে ভাব একেবারেই দূর হয়ে যাবে।