কেমিকেল প্রসাধনী তা তার যত গুণই থাক না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে নিজে হাতে তৈরি রূপচর্চার উপকরণের তুলনা হয় না। তাই যে কোনো উৎসবের আগে ত্বকের যত্ন নিতে কলা, পেঁপে, ওটস কিংবা মধু দিয়ে তৈরি করুন প্রাকৃতিক ‘ফেইস মাস্ক’। আসুন জেনে নিই ত্বকের যত্নে প্রাকৃতিক ফেইস মাস্ক সম্পর্কে-
* দই ও মধুর সঙ্গে কয়েক টেবিল-চামচ আঙুরের রস মিশিয়ে মুখে মাখুন। বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটা ত্বক কোমল করে আর রোদপোড়া-ভাব দূর করতে সাহায্য করে।
* পাকাকলা ও দুধের সঙ্গে এক টেবিল-চামচ চন্দনের গুঁড়া ও আধা চেবিল-চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটা মুখে মেখে ২০ থেকে ২৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্ক উপকারী। কারণ চন্দনের গুঁড়া ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। আর কলা ত্বক রাখে আর্দ্র।
* দুই টেবিল-চামচ দই এবং ওটসের সঙ্গে পাকাপেঁপে ও শসা মিশিয়ে নিন। লেবুর রসও যোগ করতে পারেন। তারপর মুখ থেকে গলা পর্যন্ত মেখে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
এটা ত্বক উজ্জ্বল করার পাশাপাশি রোদপোড়ভাবও দূর করবে।
* এক টেবিল-চামচ মুগডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর বেটে পেস্ট তৈরি করে টমেটোর শাঁস মিশিয়ে মুখে হালকা মালিশ করে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এই মাস্ক মুখের তেলতেলেভাব কমায় এবং ত্বক উজ্জ্বল করে।