Home লাইফস্টাইল ত্বকের যত্নে আলুর ব্যবহার

ত্বকের যত্নে আলুর ব্যবহার

আলু ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এবং এর কিছু উপায় নিম্নলিখিত:

ত্বকের বলিরেখা দূর করতে আলুর জুড়ি নেই:
– আলু পেস্ট করে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক থাকবে টানটান।
চোখের তলায় কালি, ফোলা ভাব কমানোর জন্য আলুর মাস্ক:
– আলু গ্রেট করে তা থেকে রস বার করে নিন। সেই রসে তুলো ভিজিয়ে চোখের তলায় দিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের কালচে দাগ দূর করতে আলুর রসের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক:
– আলুর রস এবং টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। এই দুটি উপাদান ত্বক থেকে কালচে ছোপ, পিগমেন্টেশনের দাগ তুলতে সাহায্য করে।

আলু ত্বকের যত্নে ব্যবহার করতে সহায়ক এবং সম্পর্কিত সমস্যাগুলি সহজে দূর করতে পারে।