Home লাইফস্টাইল ত্বকের প্রসাধনী বাছাইয়ের ক্ষেত্রে করণীয়

ত্বকের প্রসাধনী বাছাইয়ের ক্ষেত্রে করণীয়

ত্বকের প্রসাধনী বাছাইয়ের ক্ষেত্রে করণীয়

চোখ, মুখ ও চুল নিয়ে খুবই সচেতন আমরা৷ সবাই চাই নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করতে৷ তবে আমাদের মধ্যে অনেকেই প্রোডাক্ট বাছাই এর ক্ষেত্রে বেশ উদাসীন৷ অনেকে আবার লেবেল এর নাম না দেখেই প্রোডাক্ট কিনে ফেলি৷

আমাদের এই সামান্য ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় স্কিনের বেশ ক্ষতি হয়ে যায়৷ বেশিরভাগ সময়ই স্কিন ও চুলের প্রোডাক্ট বাছার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় আমাদের।

ফেসওয়াস ও শ্যাম্পু বাছাই এর ক্ষেত্রে

সালফেট ছাড়া শ্যাম্পু ও ফেসওয়াস প্রোডাক্টগুলি কিনুন৷ কেননা সালফেট দেওয়া প্রোডাক্টগুলি চুল ও ত্বকের সাধারণ আদ্রতা নষ্ট করে দেয়৷ শুধু তাই নয় এগুলি চুল ও ত্বকের উজ্বলতাও কমিয়ে দেয়৷

আইক্রিম

সেনসিটিভ স্কিন এর জন্য রেটিনল বেসড আইক্রিম এড়িয়ে চলুন৷ চোখের নিচে কালি পড়লে আগে ভাবুন কী কারণে কালি পড়ছে৷ চোখে কালির জন্য সবচেয়ে ভালো ভিটামিন কে অক্সাইডযুক্ত ক্রিম৷