Home লাইফস্টাইল ত্বকের দাগ দূর করতে এলোভেরা

ত্বকের দাগ দূর করতে এলোভেরা

ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এলোভেরার ভূমিকা অনন্য। মুখ এবং ত্বকের দাগ দূর করতে এলোভেরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই কাজ করে থাকে। আসুন জেনে নিই এর সঠিক ব্যবহার সম্পর্কে-

ত্বকের যেসব জায়গায় দাগ রয়েছে সেখানে এলোভেরার শাস বা জেল সরাসরি প্রয়োগ করতে পারেন। রাতে ঘুমাবার আগে দাগগুলোতে জেলের মতো করে এলোভেরার শাস লাগান। সকালে উঠে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এছাড়া ব্যবহার করতে পারেন এলাভেরার টনিক। একটি সতেজ এলাভেরা পাতা নিয়ে পরিস্কার করে দুইভাগ করুন। এরপর ভেতরের জেলির মতো শাসগুলো চামচ দিয়ে গ্লাসে ঢেলে নিন। এবার পানি ও চিনি মিশিয়ে তৈরি করুন এলোভেরার টনিক।

এটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করলে প্রাকৃতিক ভাবেই পেতে পারেন দাগহীন ত্বক। ব্রণ এবং সানবার্ন থেকেও মুক্তি দেবে এটি।