Home লাইফস্টাইল ত্বকের উজ্জ্বলতায় ডিমের মাস্ক

ত্বকের উজ্জ্বলতায় ডিমের মাস্ক

ডিম শুধু শরীরে শক্তিই যোগায় না, ত্বকের পুষ্টিও যোগায়। আর তারুণ্যদীপ্ত ত্বকের জন্য ডিমের সাদা অংশ ব্যবহার করা যায়। আজ আমরা জানবো ত্বকের উজ্জ্বলতায় ডিমের মাস্ক সম্পর্কে-

ডিমের সাদা অংশ ও মধুর মাস্ক

এটি আপনার ত্বক টানটান রাখতে সাহায্য করবে। দুটি ডিমের সাদা অংশ, দুই টেবিল-চামচ তাজা লেবুর রস এবং আধা টেবিল-চামচ মধু দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে হালকা চাপ দিয়ে মুখ মুছে ফেলুন।

ডিমের সাদা অংশ ও অ্যাভোকাডো

কোমনীয়তা ধরে রাখতে সাহায্য করবে এই মাস্কটি। একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পরিমাণ অ্যাভোকাডো মেশাতে হবে। এরপর মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ডিমের সাদা অংশ ও হলুদের মাস্ক

ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন এই মাস্কটি। দুই টেবিল-চামচ কমলার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল-চামচ হলুদের গুঁড়া মিশিয়ে তা মুখে চক্রাকারভাবে মালিশ করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর তা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।