‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে আসার পর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘মুখোশ মানুষ’ ইত্যাদি ছবিতে অভিনয় করে বর্তমানে বেশ জনপ্রিয় অভিনেত্রী লামিয়া মিমো। এবারে তৌকির আহমেদর নায়িকা হতে যাচ্ছেন মিমো।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘অর্পিতা’। ছবিতে মিমোর নায়ক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে। আর এ খবর নিশ্চিত করেছেন মিমো নিজেই। বললেন, নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘অর্পিতা। আর ছবিটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়।
এ প্রসঙ্গে বেশ উচ্ছ্বাস নিয়ে মিমো বলেন, ‘এটা আমার জন্য পরম সৌভাগ্যের। তৌকীর ভাইয়ের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করছি। আর সে সুযোগটা জয় ভাই (নির্মাতা-অভিনেতা) করে দিয়েছেন। আমি সত্যিই খুব আনন্দিত।’
ছবিতে তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘সিনেমাতে আমার চরিত্রটিও বেশ চমৎকার। একজন চিত্রনায়িকার ভূমিকায় দেখা যাবে আমাকে। আশা করছি কাজটি ভালোভাবে শেষ হবে। সে সঙ্গে ছবিটিও দর্শকের কাছে ভালো লাগবে।’
এদিকে নির্মাতা জয় বলেন, ‘অর্পিতা’ একটি নারীর সংগ্রামের গল্প। খুব যত্ন নিয়ে ছবির গল্পটি তৈরি করেছি। একেবারে ভিন্নভাবে ছবিটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।’
ছবিতে নাম ভূমিকায় কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এছাড়াও দেখা যাবে মডেল-অভিনেত্রী অর্ষাকে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৩ তারিখ নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মিমো।
শুটিং প্রসঙ্গে নির্মাতা জয় বলেন, এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছি। সোমবার (১৭ এপ্রিল) আমাদের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন মিমো। তিনি তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করছেন। আগামী ২৯ এপ্রিল থেকে ৬ মে পরের পর্বের শুটিং চলবে। আশা করছি ভালো কিছু নিয়ে দর্শকের সামনে আসতে পারবো। সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ। অভিনয়ের চেয়ে এখন তিনি চলচ্চিত্র নির্মাণেই বেশি মনযোগী। তার শেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ দারুণ প্রশংসা পেয়েছে দেশ ও বিদেশে। ইতোমধ্যে শেষ হয়েছে নতুন ছবি ‘হালদা’র কাজ।