ভালো ব্যবসা করবে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। এমন আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। বলিউডের খলনায়কের জীবন কাহিনি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়েছিলো ভিড়। দর্শকদের প্রশংসা তো পেয়েছে, সঙ্গে সমালোচিতও হয়েছে পরিচালক রাজকুমার হিরানী পরিচালিত ‘সঞ্জু’। এ বছরে মুক্তিপ্রাপ্ত সব ছবিকে পেছনে ফেলে প্রথম দিন ছবিটি আয় করে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি। রোববার পর্যন্ত মাত্র তিনদিনে ছবিটির আয় হয়েছে ১২০ কোটি রুপি।
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে নিমির্ত, চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সঞ্জু’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। শুক্রবার ভারতে প্রায় ৪ হাজার এবং বিশ্বের ৬৫টির বেশি দেশে ১ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। সকালের শো’গুলোতে দশের্কর উপস্থিতি ছিল ৫০-৬০ শতাংশ। এ ছাড়া কিছু প্রেক্ষাগৃহ দশের্ক পরিপূণর্ ছিল বলে জানা গেছে। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও হয়েছে অসাধারণ।
রাজকুমার হিরানির লেখা, এডিট ও পরিচালিত ছবিটিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরো আছেন পরেশ রাওয়াল, মণীষা কৈরালা, আনুশকা শর্মা, সোনম কাপুর, ভিকি কৌশল, দিয়া মির্জা প্রমুখ।