তরুণদের মাঝে বর্তমানে বেশ জনপ্রিয় জুতার ধরনটি হলো স্নিকার্স। স্নিকার্স হল এমন একধরণের জুতা যা আপনাকে খুব সহজেই এনে দিতে পারে সবচাইতে স্টাইলিশ লুকটি। এছাড়া শীতে বেশ আরামদায়ক এই ধরণের জুতা। শীত থেকে বাঁচতে পোশাকের সাথে মিলিয়ে পরতে পারেন নানা ধরণের ও নানা ডিজাইনের স্নিকার্স।
স্নিকার্সের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্লিমসোল স্নিকার্স। আরামদায়ক এবং স্টাইলিশ হওয়ায় তরুণদের কাছে এর গ্রহণযোগ্যতাটাও খানিকটা বেশি। সব রকম পোশাকের সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় এটি।
আর যারা খেলাধুলা বেশি পছন্দ করেন তারা বেছে নিতে পারেন অ্যাথলেটিক কিকস্ স্নিকার্স। কেননা এটি আপনার ফ্যাশন এবং স্টাইলে বাড়তি রুচির পরিচায়ক হবে। সেইসঙ্গে নজরও কাড়বে সবার।
স্নিকার্সের মধ্যে স্লিপ-অনও বেশ জনপ্রিয়। এই জুতার বৈশিষ্ট্য হল এটি যেমন আপনাকে ক্যাজুয়াল দেখাবে, তেমনই দেখাবে স্টাইলিশ। আর এর মধ্যে বেছে নিতে পারেন মনের মতো রঙও।
বহু দিন ধরে চলে আসছে ক্লাসিক কনভার্স স্নিকার্স জুতার স্টাইল। তবে গোড়ালির নিচ পর্যন্ত রেগুলার স্নিকার্সের বদলে বেছে নিন গোড়ালি বরাবর ঢাকা জুতা। যা কি না আপনার স্টাইলে আনবে অন্য এক চমক।
এছাড়া তরুণদের পছন্দের তালিকায় রয়েছে ঘরে বাইরে সব জায়গায় মানিয়ে যাওয়া সুপারস্টার স্নিকার্স।