প্রতিনিয়ত দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে ইন্টারনেটের জগৎ। প্রতিদিনই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ব্যবহারকারীর সংখ্যার সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে ওয়েবসাইট, বাড়ছে ওয়েব ডিজাইনার, ডেভেলপারের চাহিদা। আবার এসব ওয়েবসাইট ঠিক রাখতে প্রয়োজন হচ্ছে মার্কেটিং, সিকিউরিটি ও বিভিন্ন সফটওয়্যারের। এসব কাজ সম্পন্ন করে দিতে ইন্টারনেট জগতে রয়েছে হাজার হাজার আই.টি ফার্ম। ভাল বিশ্বস্ত কোন আই.টি ফার্ম থেকে কাজ করালে ভবিষ্যৎ-এ ভাল হয়। অভিজ্ঞ আই.টি ফার্ম গুলোর অন্যতম হল ‘হায়ার এন অফার’।
হায়ার-এন-অফার থেকে আপনি যেসব সেবা পাচ্ছেন একনজরে তার এক তালিকা
১) ডোমেইন রেজিস্ট্রেশন
২) হোস্টিং সল্যুশন
৩) ওয়েব ডিজাইন
৪) ওয়েব ডেভেলপমেন্ট
৫) লোকাল/গ্লোবাল এসইও
৬) গ্রাফিক্স ডিজাইন
৭) সফটওয়্যার ডিজাইন ও ডেভেলপমেন্ট
৮) মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
৯) ইমেইল ও এসএমএস মার্কেটিং
সহনীয় খরচের মধ্যে বেস্ট আই.টি ফার্ম কোম্পানী খুঁজছেন? তাহলে বলতেই হচ্ছে, হায়ার-এন-অফারের কথা। কারন হায়ার এন অফার দিচ্ছে বড়, ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানের জন্য ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স, মোবাইল এ্যাপ্লিকেশন, সফটওয়্যার, অনলাইন মার্কেটিং ইত্যাদি সেবা।