Home জাতীয় ‘ঢেউ খেলানো’ রাস্তা সমালোচনার মুখে সমান করা হলো

‘ঢেউ খেলানো’ রাস্তা সমালোচনার মুখে সমান করা হলো

ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী এলাকায় রোদ আর তীব্র তাপদাহে সড়কের পিচ উঠে ঢেউ তোলা রাস্তা তৈরি হয়েছে। এতে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক লোক এই সমস্যায় আহত হয়েছেন। ঢেউ তুলা রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে ঝিনাইদহ সড়ক বিভাগ। পরে ভেকু মেশিন দিয়ে সেই রাস্তা সমান করা হয়েছে। গত দু-দিন ধরে সড়কের বেশ কয়েকটি স্থানে মেরামত করা হয়েছে, তবে কিছু স্থানে একই অবস্থা রয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ অনুসারে, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা সড়কের। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি অনুসারে, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালীর বটতলা নামক স্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত সড়কটি দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হক।