বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট সফলভাবে যাত্রা করেছে। এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ভোর ৪টা ২০ মিনিটে ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজযাত্রীরা। এরপর ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ সারা দিনে মোট সাতটি ফ্লাইট সৌদি আরবে যাবে। এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন, তবে এখনো ৪০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা।