Home লাইফস্টাইল ঠোঁটের যত্নে মধুর প্যাক

ঠোঁটের যত্নে মধুর প্যাক

শুষ্ক,কালো ঠোঁটের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। আর এর জন্য রয়েছে কিছু প্যাক যা ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। এমনকি এটি ঠোঁটকে করে তোলে নরম ও কোমল। ত্বকের যত্নে তো মধুর প্যাক অনেকেই ব্যবহার করে থাকেন। তবে ঠোঁটের যত্নেও বেশ কার্যকর মধুর প্যাক। মধুর এই প্যাকগুলো ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে করে তোলে নরম কোমল গোলাপি।

১। লেবুর রস

এক চা চামচ লেবুর রসের সাথে মধু মিশিয়ে নিন। এবার এটি ঠোঁটে এক্সফলিয়েটের  মত ব্যবহার করুন। এবার ১৫ মিনিট অপেক্ষা করুন। এটি ঠোঁটের মৃত কোষ দূর করে দেয়।

২। গোলাপের পাপড়ি

গোলাপের পাপড়ির পেস্টের সাথে কয়েক ফোঁটা মধু ব্যবহার করুন। এবার এটি ঠোঁটে ম্যাসাজ করে লাগান। এক ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের রুক্ষতা দূর করে ঠোঁট রাখে হাইড্রেটেড।

৩। গ্লিসারিন

এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে ম্যাসাজ করে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এই প্যাকটি ঠোঁট হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে।

৪। ব্রাউন সুগার

এক চা চামচ ব্রাউন সুগার, এক চা চামচ অলিভ অয়েল এবং মধু মিশিয়ে নিন। এটি ঠোঁটে চক্রাকারে পাঁচ মিনিট স্ক্রাব করুন। এটি ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে করে তোলে গোলাপী।