Home তথ্যপ্রযুক্তি টিকটক সাইবার হামলায় জর্জরিত

টিকটক সাইবার হামলায় জর্জরিত

ধর্মীয় ও ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ একটি হ্যাকারগোষ্ঠী বিগত ৩১ জুলাই আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে সিআইআইসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি সতর্কতা জারি করা হচ্ছে। এছাড়াও আগামী ১৫ আগস্ট ও এর মধ্যবর্তী সময়ে সব প্রতিষ্ঠানকে ছোট থেকে মাঝারি সাইবার হামলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হলে, তাতে গোপন তথ্য ফাঁস বা তথ্যের অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। টিকটক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হতে সতর্ক থাকতে চেষ্টা করছে, যাতে সাইবার হামলার শিকার হওয়া অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের কাজ করতে পারে। অবশ্য কে বা কারা এ সাইবার হামলার সঙ্গে জড়িত তা প্রকাশ করা হয়নি।