বাংলাদেশে হলিউড অভিনেতা টম ক্রুজের ভক্তের সংখ্যা অগণিত। এ অভিনেতা আবার এ দেশের দর্শকের মন জয় করতে আসছেন শীঘ্রই। স্ক্রিাস্টোফার ম্যাককোয়েরি রচিত, প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্র মিশন: ইম্পসিবল – ফলআউট আসছে এবার বাংলাদেশে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে আগামী ২৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
মিশন ইম্পসিবল চলচ্চিত্র সিরিজের ষষ্ঠ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন টম ক্রুজ, রেবেকা ফার্গুসন, সাইমন পেগ, মিশেল মোনাঘান, অ্যালেক বাল্ডউইন, সিয়ান হ্যারিস এবং এই সিজনে নতুন যুক্ত হয়েছেন হেনরি ক্যাভিন, ওয়েস বেন্টলি প্রমুখ।
রিয়ালওয়ানডি থ্রিডি ও আইম্যাক্স থ্রিডিতে প্রথমবার এই ছবিটি মুক্তি পাচ্ছে। পাশাপাশি টুডিতেও এর মুক্তি দেওয়া হবে। বাংলাদেশে থ্রিডি ও টুডিতে ছবিটি মুক্তি পাবে।