জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলি আল্লাহর কসম খেয়েছেন। এখানে যে ১০ রাতের কথা বলা হয়েছে, তা হলো জিলহজের প্রথম ১০ রাত। এই দিনগুলিতে নিম্নলিখিত আমল করা উচিত:
রোজা রাখা: রোজা রাখা অন্যতম একটি নেক কাজ। এ দিনগুলোতে নফল রোজা রাখা খুবই পুণ্যময়।
আরাফার দিন রোজা: আরাফার দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। এই দিনে রোজা রাখলে আল্লাহ সবচেয়ে বেশি গুনাহ থেকে মাফ করেন।
হজ ও ওমরাহ সম্পাদন করা: হজ ও ওমরাহ এ দুটি হলো এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল।
তাকবির ও তাসবিহ পড়া: এই দিনগুলোতে তাকবির (আল্লাহু আকবার), তাহমিদ (আলহামদু লিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাসবিহ (সুবহানল্লাহ) পড়া সুন্নত।
জিলহজের চাঁদ উঠার পর করণীয়: জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে চুল, মোচ, নখ, বগল ও অন্য স্থানের লোম বা পশম না কাটা মুস্তাহাব।
তাকবিরে তাশরিক পাঠ করা: জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ তারিখের আসরের নামাজ পর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।
পশু কোরবানি করা :এ দিনগুলোর দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব।