১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেওয়া ঐতিহাসিক ‘৭ মার্চের ভাষণ’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ‘জয় বাংলা কনসার্ট’। ৭ মার্চ বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জয় বাংলা কনসার্টটির আয়োজক ইয়াং বাংলা। তারই ধারাবাহিকতায় এবার ৭ মার্চ নগরীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবার কনসার্টে দেশের তরুণ প্রজন্মের আটটি ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।
আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে জানা গেছে, জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল ৪টায়। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান করবে।
প্রতিবারের মত এবারের আয়োজনটিও সবার মাঝে সাড়া জাগাবে বলে মনে করছেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’।