বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেটে জিতেছে! এই জয়ের সাথে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ ১৯ ওভার ১২৫/৮ লক্ষ্য; ১২৫ (মাহমুদউল্লাহ ১৬*, তানজিম ১*; সৌম্য ০, তানজিদ ৩, শান্ত ৫, হৃদয় ৪০, লিটন ৩৬, সাকিব ৮, রিশাদ ১, তাসকিন ০)। ম্যাচসেরা রিশাদ হোসেন ম্যাচসেরা।
শ্রীলঙ্কা ২০ ওভারে ১২৪/৯ (থুশারা ০*, পাথিরানা ০*, মেন্ডিস ৮, কামিন্দু ৪, নিসাঙ্কা ৪৭, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ধনাঞ্জয়া ২১, শানাকা ৩, থিকশানা ০, ম্যাথুস ১৬)