একটা সময়ে ফ্যাশন শব্দটিতে কেবল ছিল মেয়েদেরই আধিপত্য। তবে সময়ের সাথে সাথে তাতে বেড়েছে ছেলেদেরও সমান অংশগ্রহন। আর তাই ফ্যাশন সচেতন ছেলেদের জন্য রয়েছে কিছু প্রয়োজনীয় টিপস-
পোশাকঃ
পোশাক দামি না হলেও চলবে তবে তা হওয়া প্রয়োজন পরিপাটি। আবার অনেক দামী পোশাক অথচ যত্নের অভাবে তা নষ্ট হয়ে গেছে অথবা রঙ বেরঙ হয়ে গেছে এমন পোশাক দিয়ে তো কোনো কাজ নেই। পোশাক একটু কম দামি হলেও যদি পরিপাটি করে রাখেন তবে তা দেখতে আকর্ষণীয় লাগবে।
চুলঃ
ছেলেদের ক্ষেত্রে চুলের কাট খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এ ব্যাপারে সতর্ক হোন। কেননা একটি মানানসই চুলের কাট আপনাকে অনেকাংশে ফ্যাশনেবল করে তুলবে।
এক্সোসরিজঃ
নানা রকম এক্সেসরিজ যেমন ঘড়ি, সানগ্লাস, রুমাল ইত্যাদি ব্যবহার করুন। আর সাথে রাখুন স্টাইলিশ মানিব্যাগ। যারা কর্মজীবী মানুষ তারা সাথে রাখতে পারেন ভালো, মানানসই এবং সুন্দর ডিজাইনের সাইডব্যাগও।
জুতাঃ
অবশ্যই নজর দিন জুতার দিকে। জুতা সব সময় পরিষ্কার রাখুন। অপরিষ্কার জুতা বা জুতা মলিন হয়ে এলে ভালো করে পালিশ করে নিন।