Home স্বাস্থ্য ও চিকিৎসা চোখে ভাসমান আকৃতি দেখা ও আলোর ঝলকানি হলে করণীয়

চোখে ভাসমান আকৃতি দেখা ও আলোর ঝলকানি হলে করণীয়

চোখে ভাসমান আকৃতি দেখা ও আলোর ঝলকানি বা আই ফ্লোটার্স অত্যন্ত বিরক্তিকর চোখের সমস্যা। এটি বয়সজনিত একটি পরিবর্তন, সাধারণত ৪৫ থেকে ৫০ বছর বয়সের পর দেখা দেতে পারে, তবে যাদের ডায়াবেটিস আছে তাদের এই বয়সের আগেও দেখা দিতে পারে। আই ফ্লোটার্স হলে চোখের মধ্যে মাছির মতো ঘুরতে দেখা যায়, কোনো আকৃতির মতো কিছু হতে পারে, আবার কেউ সুতার মতো দেখেন, কেউ কালো দাগ, কেউ অনেকগুলো দাগ দেখার কথা বলেন। আই ফ্ল্যাশ হলে চোখের মধ্যে বিদ্যুতের চমকালো দেখা যায়। এই সমস্যাকে আই ফ্লোটার্স বলে। আই ফ্লোটার্স ও আই ফ্ল্যাশের তেমন কোনো লক্ষণ থাকে না, তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে যদি চোখের ভেতর রক্তক্ষরণ হয় বা প্রেশার বেশি থাকার কারণে চোখের ভেতর রক্তক্ষরণ হয় তাহলে আই ফ্লোটার্স বাড়তে পারে।আই ফ্ল্যাশ বেশি হয় তাহলে অবিলম্বে চক্ষু চিকিৎসক বিশেষ করে রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আই ফ্ল্যাশ সাধারণত নিজে থেকে চলে যায়। অন্ধত্বের তেমন কোনো ঝুঁকি নেই এবং চোখের স্থায়ী কোন ক্ষতি করে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং চশমার হাই পাওয়ার আছে তাদের চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৩ থেকে ৬ মাস অন্তর ফলোআপ করতে হবে।