Home স্বাস্থ্য ও চিকিৎসা চোখের রেটিনার সমস্যা হতে পারেন অন্ধ

চোখের রেটিনার সমস্যা হতে পারেন অন্ধ

চোখের রেটিনার সমস্যা হতে পারেন অন্ধ

রেটিনার ম্যাকুলায় ছিদ্র হলে দৃষ্টিজনিত সমস্যা দেখা যাই।চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা বেড়ে যায়। মানসিক চাপ, ঘুমের অভাব, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা- রেটিনার কার্যকারিতা কমে যাওয়ার পিছনে এই কারণগুলোকেই দায়ী করেন চিকিৎসকেরা।রেটিনার সমস্যার লক্ষণ ও উপসর্গগুলি শনাক্ত করা এবং সময় মতো চিকিৎসকের সাহায্য নেয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্যা থেকে প্রতিকার পেতে মানসিক চাপ কমানোর দিকে নজর দিতে হবে।নিয়মিত চক্ষু পরীক্ষা করা আর সময় মতো ওষুধ নিয়ে রেটিনার এই সব সমস্যা প্রতিরোধ করা যেতে পারে।প্রতি দিন শরীরের সাত থেকে আট ঘণ্টার ঘুম প্রয়োজন। ঘুমোনোর আগে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। সবার আগে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। মাঝেমাঝে ঘুরতে যান, রাতে বেশিক্ষণ জেগে থাকবেন না।প্রতি দিন শরীরের সাত থেকে আট ঘণ্টার ঘুম প্রয়োজন। ঘুমোনোর আগে ইলেক্ট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। ছোট মাছ ও চোখের জন্য ভাল।