সুস্থতার জন্য খুবই জরুরি হল ডিম। শরীরে সঠিকভাবে পুষ্টির যোগান দিতে প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ডিম রাখতে বলেন চিকিৎসকরা। শুধু সুস্থতার জন্যই নয়, রূপচর্চার ক্ষেত্রেও ডিমের রয়েছে নানা ব্যবহার। ত্বকের যত্নে ডিমের ব্যবহার কম বেশি সবারই জানা। তবে চুলের যত্নে ডিম? হ্যাঁ, চুলের যত্নেও সমান উপকারী এই ডিম। চলুন জেনে নেই চুলের যত্নে ডিমের কিছু ব্যবহার সম্পর্কে-
চুলের যত্নে ডিমের ব্যবহার
চুলের ঘনত্ব বুঝে ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর পাবেন রেশমি উজ্জ্বল ঝরঝরে চুল।
ডিমের কুসুমের সাথে টকদই মিশিয়ে এর সাথে এক চা চামচ মধু (ইচ্ছা) মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। ড্রাই এবং ড্যামেজ চুল নিমেষে গায়েব হয়ে চুল হবে ময়েশ্চারাইজড আর কোমল।
দুইটা ডিমের কুসুম নিয়ে এর সাথে একটা অ্যাভোকাডোর অর্ধেকটা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এর সাথে এক চামচ মধু মেশান। এবার এই প্যাকটা মাথায় লাগিয়ে রাখুন আধাঘণ্টা। এটি চুলে ডিপ কন্ডিশনিং এর কাজ দিবে। চুল ঝলমলে মসৃণ হবে, রাফনেস চলে যাবে, পাতলা চুল ঘন হবে।
ডিম চুলের যত্নের একটি অনন্য উপাদান। সপ্তাহে ২ দিন নাহলে অন্ততপক্ষে ১ দিন চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিম ফেটিয়ে চুলে দিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। তারপর, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এক মগ পানিতে ২/৩ চা চামচ ভিনেগার মিশিয়ে চুলে দিয়ে ২ মিনিট পর ধুয়ে ফেলুন।