Home লাইফস্টাইল চুলের পরিচর্যায় পিয়াজ

চুলের পরিচর্যায় পিয়াজ

খুশকি, দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে পড়ে যেতে পারে আপনার মাথার চুল। অনেক সময় সঠিক যত্নের অভাবেও চুল ঝরে যায়। তবে এই সমস্যার সমাধান রয়েছে আপনার হাতের কাছেই!

শুধুমাত্র খাবারের স্বাদ বাড়াতেই নয় চুল পরিচর্যাতেও রয়েছে পেয়াজের ভূমিকা। চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। আসুন জেনে নিই চুলে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস-

পেঁয়াজের রস

প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। গ্রিন্ড করে রসটুকু সংগ্রহ করুন। এবার মাথার তালুতে ঘষে ঘষে লাগান রস। কিছুক্ষণ পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এভাবে সপ্তাহে দুইবার পেঁয়াজের রস ব্যবহার করলে চুল হবে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।

পেঁয়াজের রস ও নারিকেল তেল

পেঁয়াজের রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে মাথার তালুতে ২ ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান।

পেঁয়াজের রস ও লেবুর রস

পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এটি আপনার চুলকে করবে ঝলমলে। পাশাপাশি চুলের গোড়া করবে শক্ত।

পেঁয়াজের রস ও মধু

একটি পেঁয়াজের রস করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে ও মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস ও গরম তেল

চুলের বৃদ্ধি বাড়াতে গরম তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন।