প্রথমবারের মত পৃথিবীর বাইরে চাঁদে মোবাইল টাওয়ার স্থাপন করতে যাচ্ছে ব্রিটিশ টেলিকমিউনিকেশনস প্রতিষ্ঠান ভোডাফোন। এই অভিনব উদ্যোগ সফল করে তুলতে ভোডাফোনের সঙ্গে হাত মিলিয়েছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা নকিয়া ও জার্মানর বিখ্যাত অটোমোবাইল কোম্পানি অডি।
গত মঙ্গলবার তিন সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। নকিয়ার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এমন একটি স্পেস-গ্রেড নেটওয়ার্কের হার্ডওয়্যার তৈরি করার, যার ওজন হবে খুবই কম। এই কাজে ভোডাফোন, নকিয়া ও অডির সঙ্গে হাত মিলিয়েছে বার্লিনের সংস্থা ‘পিটিআইসায়েন্টিস্টস’। লক্ষ্য ২০১৯ সালেই চাঁদে ফোরজি পরিষেবা চালু করা।
পিটিসায়েন্টিস্ট নামে পরিচিতি বার্লিনভিত্তিক পার্টটাইম সায়েন্টিস্ট এ প্রকল্পটি পরিচালনা করবে বলে জানা গেছে। বিজ্ঞানীদের এই দলটি নাসার এপোলো ১১ এর চাঁদের পা রাখার ৫০ তম বার্ষিকী উপলক্ষে এ উদ্যোগটি গ্রহণ করবে বলে জানা গেছে। উদ্যোগ সফল হলে চন্দ্রপৃষ্ঠের স্পষ্ট ছবি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।