Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসাবে দেখছে ঘুষ দুর্নীতি, অস্বচ্ছতা

যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসাবে দেখছে ঘুষ দুর্নীতি, অস্বচ্ছতা

যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসাবে দেখছে ঘুষ দুর্নীতি, অস্বচ্ছতা বাংলার সময়

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ থেকে লভ্যাংশ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব তুলে ধরেছেন। এ ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে রেমিট্যান্স পাঠানোর আইনি জটিলতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়। অস্বচ্ছতা,ঘুষ, দুর্নীতি, বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) প্রকাশিত ২০২৪ সালের বৈদেশিক বাণিজ্যে বাধাবিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বাধাগুলো চিহ্নিত করা হয়। কাস্টমস ভ্যালুয়েশন লেজিসলেশন  অশুল্ক বাধা হিসেবে বলা হয়। ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের অনেক পুরনো সমস্যা হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগও যথেষ্ট নয়। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার অভিযোগ প্রচুর। অর্থপাচারের অভিযোগও আছে। যুক্তরাষ্ট্রের কম্পানিগুলো বাংলাদেশে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও ঘুষ নেওয়ার অভিযোগ করে আছে।