Home লাইফস্টাইল ঘরোয়া উপায়ে কাশি থেকে মুক্তি

ঘরোয়া উপায়ে কাশি থেকে মুক্তি

ঘরোয়া উপায়ে কাশি থেকে মুক্তি

এখন গ্রীষ্মের ঋতুতে আমরা কিছু সময় কাশিতে আক্রান্ত হই। কাশি থেকে বাচাতে হলে আমাদের কিছু ঘরোয়া উপায়ে ভালো ফল পাওয়া যেতে পারে।আদা, পুদিনা,ক্যামোমাইল এবং যষ্ঠিমধু মেশানো চা খেতে হবে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছ চাতে।গলা ব্যথায় আরাম দিতে পারে এই পানীয়। শীতের শেষ সময় এবং গ্রীষ্ম শুরু এই সময়ে আমাদের শিশু ও বৃদ্ধা আক্রান্ত হয়। তাই আমাদের ঘরোয়া কিছু উপায়ে ভালো ফল পাওয়া যেতে পারে।