Home লাইফস্টাইল ঘরের মেঝেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপায়

ঘরের মেঝেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপায়

সারা দিনের ব্যস্ততা শেষে ঘরই আমাদের ঠিকানা। সারাটাদিন পরে একটুকরো অবসরে সবাই চায় নিজের ঘরটিতে এসে বিশ্রাম নিতে। আর সেই ঘর যদি থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন তবে মনও থাকে ফুরফুরে।

সুন্দর ঘরের প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার মেঝে। মেঝে ঝকঝকে না হলে ঘরের সৌন্দর্য অনেকাংশেই নষ্ট হয়ে যায়। নানা কারণেই নোংরা হতে পারে ঘরের মেঝে। চলুন তবে জেনে নিই ঘরের মেঝে পরিষ্কার রাখার কিছু সহজ উপায়-

ঘর মোছার সময় হালকা গরম পানিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল জাতীয় লিক্যুইড ব্যবহার করুন। বাজারে এখন বিভিন্ন ধরনের লিকুইড ক্লিনার পাওয়া যাচ্ছে। এগুলো  ব্যবহার করলে আরশোলা, মশা এবং মাছির উপদ্রব কমে যাবে।

প্রতিদিন ক্লিনার দিয়ে মেঝে পরিষ্কার করুন। এরপর নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। কারণ খসখসে কাপড় ব্যবহার করলে মেঝেতে অ্যাচ পড়ে যেতে পারে।

অনেক সময় অসাবধানতার কারণে মার্বেলের মেঝেতে চা-কফি পড়ে গিয়ে দাগ বসে যায়। এতে চিন্তার কোন কারণ নেই। এক ভাগ সাদা ভিনেগারের সঙ্গে দু’ভাগ পানি মিশিয় স্প্রে বোতলে ভরে দাগের ওপর স্প্রে করুন। কিছুক্ষণ পর শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। নিমিষেই চলে যাবে চা বা কফির দাগ।

দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা মার্বেলের মেঝে হলুদ হয়ে যায়। তারপিন তেলে অল্প লবণ মিশিয়ে ভালো করে মার্বেলের ওপর মুছে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন সাদা রং আবার আগের মতো হয়ে যাবে।

টাইলসের মেঝেতে অনেক সময় দাগ বসে গিয়ে আঠালো হয়ে যায়। এরকম অবস্থায় দাগ তোলার জন্য হালকা গরম পানিতে লবণ মিশিয়ে টাইলসের মেঝে মুছে নিন। দেখবেন আপনার মেঝে আবার ঝকঝক করছে।