Home তথ্যপ্রযুক্তি অ্যান্ড্রয়েডে ডিভাইসে গুগল অ্যাকাউন্টের নাম বদলাবেন কিভাবে ?

অ্যান্ড্রয়েডে ডিভাইসে গুগল অ্যাকাউন্টের নাম বদলাবেন কিভাবে ?

অ্যান্ড্রয়েডে ডিভাইসে গুগল অ্যাকাউন্টের নাম বদলাবেন কিভাবে ?

গুগল অ্যাকাউন্ট তৈরির পর আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।জিমেইল, ইউটিউব, ড্রাইভ, ফটোজ ইত্যাদি সেবা ব্যবহারের সময় সেই নামই থাকে।  কিছু ধাপ জানা থাকলে আপনি নিজেই এই নাম পরিবর্তনের করতে পারবেন। চলুন ধাপ গুলো জেনে নিই :

  1. ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যান।
  2. গুগলে চাপ দিন।
  3. ওপরের দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন।
  4. এবার বেসিক ইনফোর অধীনে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে।
  5. শেষে ডান-এ ক্লিক করুন।