পবিত্র রমজান মাসে গুগল এনেছে কিবলা ফাইন্ডার নামক একটি অ্যাপস। যার মাধ্যমে মুসলমানরা সঠিক দিক নির্ণয় করে নামাজ আদায় করতে পারবে।
মুসলমানদের সব থেকে পবিত্র মসজিদ হল সৌদি আরবের ‘কাবা’। এই কাবা মসজিদ যেদিকে অবস্থিত, সেদিকে মুখ করেই প্রার্থনা করেন মুসলমানরা। এই দিককে ‘কিবলা’ বা ‘কিবলে’ বলা হয়।
ইতিমধ্যেই কিবলা-র দিক নির্ণয় করার জন্য বেশ কয়েকটি গুগলের অ্যাপ রয়েছে। কিন্তু এই নতুন অ্যাপটির মাধ্যমে আরও সহজে দিক নির্ণয় করা যাবে বলা জানা গিয়েছে। এছাড়া, ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ব্যবহার করা যাবে এই আ্যপটি। সোমবার সারা বিশ্বের মুসলমানদের জন্য এই অ্যাপটি লঞ্চ হয়।
গুগলের নতুন এ সার্ভিসটি স্মার্টফোনে বিল্ট ইন কম্পাস ব্যবহার করে কাবা শরীফের দিক নির্ণয় করে থাকে। সংস্করণটিতে রয়েছে ডেক্সটপ ভার্সনও। ব্যবহারকারীরা ডেক্সটপের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করতে পারেন। গুগল তার এই কার্যক্রম পরীক্ষামূলক কার্য চালিয়েছে পূর্ব লন্ডনে। সেক্ষেত্রে ডিভাইসে কম্পাস বিল্ট ইন না থাকলে এই সার্ভিস কাজ করবে না।
এছাড়াও গুগলে অনুসন্ধান করে goo.gl/TVsxjR এই লিংকে ক্লিক করে কাবা শরীফের সঠিক দিক জানা যাবে।