Home ভ্রমন গরমকালে ভ্রমণের পূর্ব প্রস্তুতি

গরমকালে ভ্রমণের পূর্ব প্রস্তুতি

ভ্রমণে সাথে রাখবেন যেসব গুরুত্বপূর্ণ গ্যাজেট

ভ্রমণ করতে সবারই ভালো লাগে। দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াতে চায় না, পৃথিবীর নিখুদ বৈচিত্র্যময় সৌন্দর্য অবলোকন করতে চায় না, এমন মানুষ মনে হয় খুজে পাওয়াটা অসম্ভব। কাছের কক্সবাজার, দূরের পিরামিড কিংবা নায়াগ্রার জলপ্রপাত যেখানেই আপনি ভ্রমন করুন না কেন, আপনার ভ্রমণ সুন্দর, নির্মল এবং ঝামেলামুক্ত রাখতে আপনাকে আগে থেকেই বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে জানতে হবে নানা তথ্য সম্পর্কে।

ভ্রমণের জন্য মূলত শীতকালই সবার পছন্দ। তবে অনেক ভ্রমনপিপাসুরাই গরমকালে প্রচণ্ড তাপদাহে ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করেছেন। তাদের জন্য গরমকালে ভ্রমণের পূর্ব প্রস্তুতি ও সতর্কতা কি কি অবলম্বন করতে হবে তা নিয়ে আলোচনা করা হল।

১) ভ্রমণ স্থান নির্ধারণ করার পর পরই ওই স্থানের আবহাওয়া কতটা নিরাপদ ও উপযোগী- তা বিবেচনা করুন।

২) ভ্রমণস্থলের পরিবেশ সম্পর্কে ভাল করে খোঁজখবর নিন। ওয়েবসাইটে এবং ট্যুর গাইডবুক থেকে সে স্থান সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

৩) স্থানীয় সহায়তা ও পুলিশ সহায়তা জন্য স্মার্টফোনে ‘বাংলাদেশ পুলিশ’ গুগোল প্লে-স্টোর থেকে নামিয়ে রাখুন।

৪) গরমে পরার উপযুক্ত কাপড়-চোপড় সঙ্গে রাখুন।

৫) ছোট একটি ফাস্ট এইড বক্স সাথে রাখুন। আর অবশ্যই খাবার স্যালাইন সাথে রাখবেন। কারন গরমে প্রচুর পানির ঘারতি থাকে শরীরে।

৬) শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সবসময় সাথে রাখুন।

৭) শিশু ও বয়স্করা ভ্রমণসঙ্গী হলে তাদের ব্যাপারে একটু বেশি সতর্ক হোন।

৮) যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন।

Prepare for the summer trip

৯) এমন কোন হোটেলে উঠুন যেখানে গরম-ঠাণ্ডা উভয় পানির ব্যবস্থা আছে।

১০) সুইমিং পুল কিংবা লেকে সাঁতার কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা যেনে নিন। বোটে চড়ার ক্ষেত্রেও একই কথা। সাঁতার না জানলে এগুলো এড়িয়ে চলাই ভালো।

গরমকালে ভ্রমণের পূর্ব প্রস্তুতি ও উপরের টিপস গুলো অনুসরণ করলে অবশ্যই আপনার ভ্রমন নিরাপদ ও আনন্দদায়ক হবে।