কেনাকাটা এখন হাতের নাগালে। দিনে দিনে ক্রেতাদের মাঝে বাড়ছে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটার প্রবণতা। এ কারণেই ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই তাদের অনলাইনে ভার্চুয়াল স্টোরে দিচ্ছে বিশাল মূল্যছাড়।
রোজার আগেই অনলাইনে ক্যাটস আইয়ের সব পণ্যে মিলবে ১০ থেকে ৬০ ভাগ ছাড়ের সুযোগ। ছেলেদের ফরমাল ও স্মার্ট ক্যাজুয়াল শার্ট-এ থাকছে ২০-৬০% পর্যন্ত বিশেষ ছাড়। ৪০% ছাড় পাবেন ক্যাটস আই অনলাইন স্টোরের রাউন্ড নেক টি শার্ট এবং নির্দিষ্ট পাঞ্জাবির উপর।
ক্যাটস আই অনলাইন স্টোরে ছেলেদের পোলো টি শার্ট-এ থাকছে সর্বোচ্চ ৫০% ছাড়।
অনলাইন স্টোর বিষয়ে ‘ক্যাটস আই’ এর পরিচালক রিয়াদ সিদ্দিকী জানান, প্রযুক্তির উৎকর্ষে গোটা বিশ্ব এখন স্মার্ট ফোনের পর্দায়। তাই পুরো লাইফস্টাইলের অনুসঙ্গ হিসাবে আমরাও ক্যাটস আইকে মুঠো বন্দী করতে চাই ক্রেতাদের মাঝে।
তারুণ্যের মাঝে ই-কমার্স ভিত্তিক যে কেনাকাটার প্রবণতা বাড়ছে তার অংশ হিসাবেই আমরা সচেষ্ট পণ্যের অনলাইন প্রচারণায়ও।
এজন্য ক্যাটস আই অনলাইনে ৩০০০ টাকার অর্ডারে দিচ্ছে বিনামূল্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ সারপ্রাইজ উপহারও। বাড়তি ছাড় মিলবে সর্বোচ্চ ৬০ ভাগ পর্যন্ত। পাশাপাশি রবি টেলিকমের ধন্যবাদ গ্রাহকদের জন্যও থাকছে বাড়তি মূল্যছাড়।
শুধুমাত্র অনলাইন স্টোরে ‘ক্যাটস আই’ এর মূল্যছাড় সুবিধা চালু থাকবে আগামী ৫ মে পর্যন্ত। ঘরে বসে বিশেষ ছাড়ে রোজার আগেই কেনাকাটা করতে ঘুরে আসুন www.catseye.com.bd এই ঠিকানায়।