ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনের কর্মব্যস্ততার শেষে শরীরের মতো ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে ত্বকের যত্নে নাইট ক্রিম অনস্বীকার্য। ত্বক সুন্দর রাখতে রাত্রে নাইট ক্রিম খুবই দরকারী। আসুন জেনে নিই কেন ব্যবহার করবেন নাইট ক্রিম-
(১) নাইট ক্রিম ত্বককে সারা রাত ধরে ময়েশ্চারাইজ রাখে। ফলে ত্বকের সজিবতা ঠিক থাকে।
(২) ত্বক মসৃণ রাখে আর ত্বকে আরাম দেয়।
(৩) ত্বকের কোলাজেন বৃদ্ধি করে।
(৪) নাইট ক্রিম মাসাজ করার ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
(৫) ত্বক মসৃণ রেখে ত্বকের টেক্সচার ঠিক রাখে।
(৬) ত্বকের বলিরেখা আর অন্যান্য ভাঁজ কমায়।
(৭) ত্বক রুক্ষ হওয়া থেকে রক্ষা করে ।
(৮) ত্বক নরম ও ফুটফুটে রাখে।
(৯) ত্বকে বুড়িয়ে যাওয়া ছাপ পড়তে বাধা দেয়।
(১০) ত্বকে নুতন কোষ জন্মাতে ও ত্বকে পুষ্টি জোগাতে নাইট ক্রিম অসাধারণ।
ব্যবহারবিধি-
(১) নাইট ক্রিম লাগানোর আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করুন।
(২) হাতের আঙ্গুলের ডগায় ক্রিম নিয়ে ফোটা ফোটা করে মুখের ত্বকে লাগান।
(৩) উপরের দিক থেকে নীচের দিকে বৃত্তাকারভাবে ম্যাসাজ করে ক্রিম ত্বক মিশিয়ে দেবেন আস্তে আস্তে আলতো করে।
(৪) চোখের পাতায় নাইট ক্রিম লাগাবেন না ।
আর তাই আজ থেকেই ত্বকের যত্নে ব্যবহার করুন নাইট ক্রিম। রাতে ঘুমানোর আগে নাইট ক্রিমের যত্ন সাথে নিয়েই ঘুমাতে যান যাতে সকালে আপনার মতো আপনার ত্বকও সজীব ও ফ্রেশ থাকে।