Home জাতীয় এভারেস্টের চূড়ায় বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে অর্জন

এভারেস্টের চূড়ায় বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে অর্জন

বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন! আজ বাংলাদেশ সময়ে সাড়ে ৮টায় তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। এই উচ্চতা পর্বতের ১৫,৫০০ ফুট ওপরে অবস্থিত। তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এভারেস্ট জয় করার পর তিনি এখন সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত মাউন্ট লোৎসে উঠতে যাচ্ছেন। এই অভিযানে তিনি দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা শুরু করবেন। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছতে পারেন এর চূড়ায়। এই অভিযানে তিনি এভারেস্ট ও লোৎসে উঠার চেষ্টা করছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় হতে পারে।