ঢাকাই চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় নায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বিজনেস স্টাডিজ বিভাগে। গত বৃহস্পতিবার তিনি সেখানকার ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ভোক্তা আচরণ বিষয়ে মার্কেটিংয়ের প্রথম ক্লাস নেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য কবরী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামের কনজিউমার বিহ্যাভিয়ার (ভোক্তা আচরণ) বিষয়ে প্রথম ক্লাস নেন। এছাড়া তিনি সন্তকালীন সেমিস্টার ২০১৭ থেকে বিবিএ প্রোগ্রামের এডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে `এন্টারপ্রেনিয়ারশিপ`, `লিডারশিপ` ও `ম্যানেজমেন্টের` ক্লাস নেবেন।
উল্লেখ্য, অনেকদিন থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।