আলোচিত অভিনেত্রী পাওলি দাম। এবার তিনি অভিনয় করতে চলেছেন একটি তামিল ছবিতে। ছবির মূল ভূমিকাতেই দেখা যাবে এই অভিনেত্রীকে।
ছবিতে তার সঙ্গে আরো অভিনয় করবেন সাক্ষী দ্বিবেদী ও হর্ষিকা পোনাচা। ইতোমধ্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গেছে পাওলির নাম। চিত্রনাট্যে অনুযায়ী ছবিতে পাওলি দাম, সাক্ষী দ্বিবেদী ও হর্ষিকা পোনাচা তিনজনই সমপরিমাণ স্ক্রিন শেয়ার করবেন এবং সেখানে চরিত্র তিনটির গুরুত্বও প্রায় সমান।
এছাড়া এই ছবির মধ্য দিয়েই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটবে মালায়ালাম অভিনেতা মকবুল সলমানের। ছবির গল্প ও নাম এখনও প্রকাশ্যে না আসলেও জানা গেছে খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির কাজ।
উল্লেখ্য, ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দাম কৈশোরেই পদার্পন করেন অভিনয়ে। প্রথম দিকে তেমন সাড়া না ফেললেও অভিনয় জীবনের এক নতুন মোড় আসে সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভুমিকায় অভিনয়ের পর।