আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ফেরদৌস অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’ এর শুটিং। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার সাপাহারে চলবে এই ছবির শুটিং।
এ প্রসঙ্গে ছবির নির্মাতা মাহামুদ দিদার বলেন, ‘বাজেট এবং শিল্পীদের শিডিউল জটিলতায় এতদিন ছবির কাজ শুরু করতে পারিনি। তবে এবার শেষ করবো।’
এছাড়া দর্শকদের ভালো লাগার মতো একটি পরিছন্ন ছবি উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই নির্মাতা।
বিউটি সার্কাস ছবিতে ফেরদৌস- জয়া ছাড়া আরো অভিনয় করছেন গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ অভিনয়শিল্পী।
উল্লেখ্য,ছবির নায়ক-নায়িকা দুজনই শুটিংয়ে অংশ নেবেন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। এছাড়া ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে তথ্য মন্ত্রণালয় এবং ইমপ্রেস টেলিফিল্ম।