১৮৩২ সালের ভারতের প্রেমকাহিনী নিয়ে লেখা ফিলিপ মেডোস টেইলরের ইংরেজি উপন্যাস ‘কনফেশনস অব আ থাগ’ অবলম্বনে যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে নতুন ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ যার প্রথম চমক হিসেবে ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে আমির খানের অভিনয়।
আর এবার আসতে চলেছে নতুন আরেক চমক! আর তা হল ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করবেন আশিকী-২ খ্যাত নায়িকা শ্রদ্ধা কাপুর।
ইতোমধ্যে ছবিতে আমিরের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষিত হয়েছে শ্রদ্ধার নাম। এছাড়া সম্প্রতি একটি ‘লুক টেস্ট’ও দিয়েছেন তিনি। স্বয়ং প্রযোজক আদিত্য চোপড়া সিদ্ধান্ত নিয়েছেন ছবিতে নায়িকা হিসেবে এ অভিনেত্রীকে নেওয়ার।
অবশ্য ছবিতে অভিনয়ের জন্য এখনো চুক্তিবদ্ধ হননি শ্রদ্ধা।
উল্লেখ্য, আগামী বছরের অক্টোবরে দিওয়ালি উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।