সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল চোখ। আর এই চোখের নিচের কালি আপনার সৌন্দর্যকে অনেকখানি কমিয়ে দেয়। যত সুন্দর করে সাজুন না কেন চোখের কালির জন্য সম্পূর্ণ সাজ নষ্ট হয়ে যায়। চোখের কালি ঢাকার জন্য অনেকে কনসিলার, প্রাইমার ব্যবহার করে থাকেন। মূলত অতিরিক্ত রাত জাগা, অনিয়মিত ঘুম চোখের নিচে কালি পড়ার অন্যতম কারণ। এছাড়া আরও কিছু কারণ আছে যার কারণে চোখের নিচে কালি পড়তে পারে। তবে এবারে লিপস্টিক ঢেকে দিবে চোখের নিচের কালি
তার আগে জেনে নিই চোখের নিচে কালি পড়ার কারণগুলো-
জন্মগত
অপর্যাপ্ত ঘুম
অ্যালার্জি
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
রক্তস্বল্পতা
মানসিক চাপ
স্ট্রেস
বয়সের প্রভাব
হরমোনের পরিবর্তন ইত্যাদি।
প্রয়োগ পদ্ধতি :
১। প্রথমে চোখের উপর ও নিচের পুরো অংশে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।
২। এরপর আঙুলে প্রাইমার লাগিয়ে চোখের নিচের অংশে ও ভেতরে কোণায় ভালো করে লাগিয়ে নিন।
৩। তারপর নিজের ত্বকের টোনের সাথে মিলিয়ে একটি ম্যাট লিপস্টিক বেছে নিন। যদি আপনি অনেক ফর্সা হন তাহলে পিংক, পীচ রং ব্যবহার করতে পারেন। আর যদি আপনার গায়ের রং উজ্জ্বল শ্যামলা হয় তাহলে কমলা, কোরাল রং ব্যবহার করতে পারেন। কালো হলে লাল ও লালের মত গাঢ় রঙের শেড ব্যবহার করুন।
৪। লিপস্টিক চোখের নিচের ডার্ক সার্কেলের উপর ব্যবহার করুন। অন্য কোথাও ব্যবহার করবেন না। এরপর একটি ব্রাশের দিয়ে ভাল করে ম্যাসাজ করে ত্বকের সাথে মিশিয়ে নিন।
৫। তারপর একটি কনসিলার ব্যবহার করুন। লিপস্টিকের রঙের সাথে কনসিলার ভাল করে ব্লেন্ড করুন। এই কাজটি পাফের সাহায্যে ভাল করে করতে পারবেন।
৬। মুখে একটা বেইস মেকআপ করে নিন। আপনি চাইলে ল্যুজ পাউডার দিয়ে চোখের নিচের মেকআপ এবং মুখের মেকআপ সেট করে নিতে পারেন।