মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমু। দর্শক বিভিন্ন সময়ে তাকে নাটকে বিভিন্ন চরিত্রে দেখে অভ্যস্ত। তবে এবারে জানা গেল এক অন্য খবর। একক নাটক নিয়ে আসছেন সুমাইয়া শিমু
নাট্যকার জহির করিমের নতুন গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘তক্ষক’। গত ২৬ ও ২৭ এপ্রিল, গাজীপুরের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এর শুটিং। নাটকটিতে একক ভূমিকায় অভিনয় করেছেন সুমাইয়া শিমু।
অন্তরীপ প্রোডাকশন্স নিবেদিত এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ।
এ প্রসঙ্গে নাট্যকার জহির করিম বলেন, ‘নাটকটি রচনা করেছি, নিঃসঙ্গ একজন নারীর জীবনের গল্প নিয়ে। চল্লিশ দশকের একজন নারীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-নিঃসঙ্গতা আর সমাজ বাস্তবতার চিত্র বিশেষ করে তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজ ব্যবস্থায় নিজের অস্থিত্বকে টিকিয়ে রাখার মর্মস্পর্শী গল্পই ফুটে উঠেছে ‘তক্ষক’ নাটকের পটভূমিতে।’
এছাড়া অভিনেত্রী সুমাইয়া শিমু নাটকটি প্রসঙ্গে বলেন, ‘পুরো নাটকে একটিই চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। কিন্তু করতে গিয়ে অসাধারণ ভালো লাগার অনুভূতি কাজ করেছে। আমার বিশ্বাস, নাটকটি ব্যতিক্রমী ভাবনা ও বিনোদন প্রিয় দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
নাটকের পরিচালক বলেন, ‘এই নাটকের লোকেশন, সেট, আসবাবপত্র, কস্টিউম ও প্রপসে দেখানো হয়েছে বিভিন্ন দশকের ঐতিহ্যগত বৈচিত্র্য। চেষ্টা ছিলো ভিন্ন আমেজের একটি নির্মাণ নিয়ে হাজির হতে।’
নির্মাতাসূত্রে জানা যায়, খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।
উল্লেখ্য, “স্বপ্নচূড়া” নাটকের মাধ্যমে সুমাইয়া শিমু দর্শক মহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। এছাড়া “ললিতা” নামের ধারাবাহিকটির মাধ্যমেও তিনি দর্শক হৃদয়ে দাগ কাটতে সক্ষম হন। ‘স্বপ্নচূড়া’, ‘হাসউফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’ প্রভৃতি ধারাবাহিক নাটকের পাশাপাশি অসংখ্য একক নাটকে সুমাইয়া শিমু অভিনয় করেন। সুমাইয়া শিমুর নিজেরও ধারাবাহিক নাটকের চেয়ে একক নাটকে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন।