উড়ন্ত ট্যাক্সি দেখা যাবে বৃটেনের আকাশে দুই বছরের মধ্যে। যানজট বা ঘুরপথের দূরত্বে নয়- সোজাসুজি সর্বনিম্ন দূরত্বে পৌঁছে দেবে যাত্রীকে। সায়েন্স ফিকশনেএমন দৃশ্য এতদিন দেখা গেছে।এই কল্পিত বিষয়টিকে বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিয়েছে বৃটেনের পরিবহন মন্ত্রণালয়। এই পরিকল্পনা পরিবহন জগতে হবে বিপ্লবী । কাটিং-এজ্ ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই বিপ্লব ঘটানো হবে। আমাদের যে অবকাঠামো এবং নিয়মনীতি আছে তার অধীনেই এ পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া সম্ভবসমৃদ্ধ হবে অর্থনীতি,বলেন বেসামরিক ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অ্যান্থনি ব্রাউনিউড়ন্ত । ট্যাক্সি থেকে জরুরি সেবা দেয়ার ড্রোন- পর্যন্ত সব খাতেই পরিবহনে নাটকীয়ভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করছে বৃটেন। এর ফলে মানুষের জীবনের মান উন্নত হবে। সমৃদ্ধ হবে অর্থনীতি । তারা ২০২৬ সালের শুরুর দিকে ট্যাক্সিকে আকাশে উড়াতে চায়।