Home জাতীয় ঈদের যানবাহনের চাপ, ভোগান্তি

ঈদের যানবাহনের চাপ, ভোগান্তি

ঈদের যানবাহনের চাপ, ভোগান্তি ? BanglarShomoy

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতে যানজটে আটকে থাকতে দেখা যায় ।গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যানজট দেখা দিয়েছে। ঈদ আনন্দের যাত্রা শুরু হয়েছে। আনন্দ নিয়ে যাত্রা করেছেন ঘরমুখো মানুষ। মহাসড়ক নৌ-রেলপথে এখন ঘরমুখো মানুষের ঢল। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। যদিও সোমবার ও মঙ্গলবার দু’দিন কর্মদিবস রয়েছে। তার মধ্যে কেউ কেউ দু’দিন ছুটি নিয়ে ছুঠতে শুরু করেছেন। তবে ভোগান্তি পিছু ছাড়ছে না যাত্রীদের। শনিবার দিন বাড়তেই ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলো আটকে গেছে যানবাহনে। গুলিস্তান থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল মাত্র আড়াই কিলোমিটারের রাস্তা। বাসের অবৈধ পার্কিং, ফুটপাত ছেড়ে মূল সড়কে দোকান বসেছে। এসব মিলে এবারও ঈদ যাত্রায় ঘরমুখো মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশৃঙ্খলা ঠেকাতে হিমশিম ট্রাফিক পুলিশও । রাজধানীবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।১০ থেকে ১৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা।