ঈদের ছুটিতে রাজধানী ঢাকার আশপাশে পরিবার নিয়ে ঘুরতে পারেন কিছু আকর্ষণীয় স্থানে। নিম্নলিখিত কিছু জায়গা আপনার মন্তব্য অনুযায়ী:
চিড়িয়াখানা: ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা দর্শনার্থী কয়েকগুণ বেড়ে যায়। এখানে আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।
স্বাধীনতা জাদুঘর: এটি ঈদের পরদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনি দেশের ইতিহাস, ঐতিহ্য, আনন্দ ও দেশের সঙ্গে আরও একটু ভালোভাবে পরিচিত হতে পারেন।
শ্যামলী: এটি শিশুমেলা অবস্থান ঢাকার শ্যামলীতে। এতে রয়েছে ৪০টির মতো রাইড, যাতে পরিবারের সবার চড়ার মতো আছে ১২টি রাইড। এটি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
হাতিরঝিল: এই ব্যস্ত শহরে হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন।
লালবাগ কেল্লা: পুরান ঢাকার লালবাগে অবস্থিত এটি একটি ঐতিহাসিক নিদর্শন। এখানে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা, শাহী মসজিদ ও জাদুঘর।
বুড়িগঙ্গা ইকোপার্ক:রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি।
আহসান মঞ্জিল:বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর এখানে আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।