Home ভ্রমন ঈদের দিন রাজধানীর যেসব জায়গায় ঘুরতে পারেন

ঈদের দিন রাজধানীর যেসব জায়গায় ঘুরতে পারেন

ঈদের ছুটিতে রাজধানী ঢাকার আশপাশে পরিবার নিয়ে ঘুরতে পারেন কিছু আকর্ষণীয় স্থানে। নিম্নলিখিত কিছু জায়গা আপনার মন্তব্য অনুযায়ী:

চিড়িয়াখানা: ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা দর্শনার্থী কয়েকগুণ বেড়ে যায়। এখানে আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।

স্বাধীনতা জাদুঘর: এটি ঈদের পরদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনি দেশের ইতিহাস, ঐতিহ্য, আনন্দ ও দেশের সঙ্গে আরও একটু ভালোভাবে পরিচিত হতে পারেন।

শ্যামলী: এটি শিশুমেলা অবস্থান ঢাকার শ্যামলীতে। এতে রয়েছে ৪০টির মতো রাইড, যাতে পরিবারের সবার চড়ার মতো আছে ১২টি রাইড। এটি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

হাতিরঝিল: এই ব্যস্ত শহরে হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন।

লালবাগ কেল্লা: পুরান ঢাকার লালবাগে অবস্থিত এটি একটি ঐতিহাসিক নিদর্শন। এখানে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা, শাহী মসজিদ ও জাদুঘর।

বুড়িগঙ্গা ইকোপার্ক:রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি।

আহসান মঞ্জিল:বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর এখানে আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন।