অমিত হাসান একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক হিসেবে সফলতা পেলেও,খল নায়ক হিসেবে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নবাব, বস টু এবং রংবাজ নামের তিনটি ছবি। আলোচিত এই তিন ছবিতেই অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান। এবারে ঈদের তিন ছবিতে আসছেন অমিত হাসান
গতকাল মঙ্গলবার (১৩ জুন) নগরীর ঢাকা ক্লাবে বস টু ছবির মুক্তি নিয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে অমিত হাসান তার অভিনীত তিন ছবি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, অনেক বছর পর এবার ঈদে আমার অভিনীত তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি তিনটি নিজের চরিত্র নিয়ে আমি বেশ আশাবাদী।
তিনি আরও বলেন, তিনটি ছবিতেই আমার চরিত্র তিন ধরনের। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।
বস টু ছবি নিয়ে অমিত হাসান বলেন, এই ছবিতে আমি অনেক রিস্ক নিয়ে শুটিং করেছি। পাহাড়ের ওপর দিয়ে রাস্তায় গাড়িতে চড়ে ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। একটু এদিকওদিক হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। এবারই প্রথম আমি জিৎ-এর সঙ্গে অভিনয় করেছি।
অভিনেতা আরো যোগ করে বলেন, সবগুলো ছবি দর্শকরা হলে গিয়ে দেখলে আমি সহ ছবি নির্মাণের সঙ্গে সবার পরিশ্রম সার্থক হবে।
হঠাত করেই দর্শক চোখের আড়ালে চলে গিয়েছিলেন এক সময়কার জনপ্রিয় এই নায়ক। এরপর মাঝেমধ্যে কিছু ছবিতে খল নায়কের চরিত্রে দেখা গেলেও সিনেমায় নিয়মিত পাওয়া যায়নি অমিত হাসানকে। এবারে বেশ কিছুটা বিরতির পর তাকে আবারো পাওয়া যেতে চলেছে টিভি পর্দায়।