Home তথ্যপ্রযুক্তি  ইলন মাস্ক ইউটিউবের প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া আনছে এক্স?

 ইলন মাস্ক ইউটিউবের প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া আনছে এক্স?

ইলন মাস্ক ইউটিউবের প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া আনছে এক্স?

ইলন মাস্ক গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকে একে একে চমক দেখিয়ে যাচ্ছেন। নিজস্ব একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা আনতে যাচ্ছেন তিনি।এক্স খুব দ্রুত ভিডিও-ফার্স্ট প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে।১০ ভাগের ৮ ভাগই এখন এক্স’র ভিডিও দেখছে মানুষ।গত বছরের তুলনায় এ বছর এক্স সাইটের ব্যবহার কমেছে ৩০ শতাংশ।সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের নতুন পরিকল্পনা নিয়ে চলেছে সোশ্যাল মিডিয়াটি।