সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণে আরো ২ দিন সময় বাড়ানো হয়েছে। ফলে ব্যবহারকারীদের মাঝে ইন্টারনেট ভোগান্তি শেষ হচ্ছে না। বিএসসিসিএলের গ্রাহকদের ২৯ অক্টোবর পর্যন্ত দু’দিন সময় বাড়ানোর কথা জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কক্সবাজারের প্রথম সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) একিট রিপিটার পরিবর্তনের জন্য ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে বিচ্ছিন্ন আছে। এই সময়ে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এবং আমদানি-নির্ভর ব্যান্ডউইডথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য প্রথম সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন রাখার হলেও এই সময়সীমা আজ আরও দুই দিন বাড়িয়েছে সংশ্লিষ্টরা। ইন্টারনেটের ধীরগতিতে বেশ ভোগান্তিতে রয়েছেন ব্যবহারকারিরা।
এদিকে আজ বৃহস্পতিবার বিটিসিএল জানায়, জাতীয় স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজে রাস্তা খনন করায় গেন্ডারিয়ায় টেলিফোন বিকল ও ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ফলে বেশ দুর্ভোগে পড়েছেন ওই এলাকার গ্রাহকেরা। যথাসম্ভব দ্রুত টেলিফোনগুলো চালু করার ব্যবস্থা নেয়া হবে বলেও বিটিসিএল জানায়।