প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা এখন ইন্টারনেট সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে গেছি। তাইতো আমাদের জীবন এখন অনলাইন নির্ভর। শিশু থেকে বৃদ্ধরাও ইন্টারনেটে ব্যবহার করতে পারছেন। আধুনিক কালের উচ্চগতির ইন্টারনেট স্পীড বা ওয়াই-ফাই থাকার ফলে অনলাইনে কেনাকাটা, আর্থিক লেনদেন, সামাজিক যোগাযোগ থেকে শুরু করে নানা কাজ করা হচ্ছে। এর ফলে মাঝে মাঝে আমাদের এই অনলাইনেই অনেক বেশি সমস্যায়ও পড়তে হয়। সমস্যা এড়াতে ইন্টারনেট ব্যবহারে কিছু বিষয়ে মানুষকে আগের চেয়ে বেশি সচেতন হতে হবে। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে অনেক অনাকাঙ্কখিত ঘটনা থেকে মুক্তি পেতে পারি।
ইন্টারনেট নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ৮টি বিষয়ে মানুষকে এখন বেশি সচেতন থাকতে বলেন তারা। তাহলে চলুন দেখে নেই সেই ৮ টি টিপস, যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত।
- সহজ, অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার
- পাসওয়ার্ড পুনর্ব্যবহার
- মুক্ত ওয়াই-ফাইয়ের ওপর ভরসা করা
- পাবলিক নেটওয়ার্কে কখনও ব্যাংকিং কাজ করবেন না
- কারও সঙ্গে লগইন তথ্য আদান-প্রদান না করা
- ই-মেইলে আসা লিংকে ক্লিক
- সামাজিক যোগাযোগের সাইটের ডিফল্ট সেটিংস রেখে দেওয়া
- অবস্থানগত তথ্য অনলাইনে না জানানো