Home বিনোদন শাহরুখ কত টাকা আয় করেন ইনস্টাগ্রামে?

শাহরুখ কত টাকা আয় করেন ইনস্টাগ্রামে?

শাহরুখ কত টাকা আয় করেন ইনস্টাগ্রামে? বাংলার সময় শাহরুখ কত টাকা আয় করেন ইনস্টাগ্রামে? বাংলার সময়

বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৪৬.৫ মিলিয়ন। বিশ্বের জনপ্রিয় সুপারস্টারের মধ্য তিনি একজন। প্রচার বা বিজ্ঞাপনের জন্য এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন অভিনেতারা। তিনি ২০২০ সালে ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ৮০ লাখ থেকে এক কোটি রুপি নিতেন।এখন প্রতি পোস্টের জন্য শাহরুখ খান এক কোটি রুপির বেশি নিয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাটা দুই কোটিও ছাড়িয়ে যায়। ডানকি,মতো হিট সিনেমা দিয়ে নিজের হারানো রাজত্ব কায়েম করেছেন কিং খান। বিভিন্ন বিজ্ঞাপন থেকে আয় আসে তার।