জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা তার প্রথম ছবি ‘আয়নাবাজি’র পরে ভাবছেন তার পরবর্তী সিনেমার কথা। তবে সেই ছবি কী বিষয়ে ও কারা অভিনয় করছে সেটা জানাননি এখনও।
তবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তিনি ছবি নির্মাণ করার ইচ্ছার কথা জানান তিনি। এছাড়া দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়েও কাজ করতে চান তিনি।
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি। তখন রেকর্ড পরিমাণ ব্যবসা করে ছবিটি।
তবে এবার জানা গেল, নির্মাতা অমিতাভ রেজা ভাবছেন তার নতুন ছবি নির্মাণ নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী জুন মাসেই নতুন ছবির ঘোষণা দেব। বর্তমানে কয়েকটি পাণ্ডুলিপির কাটাছেঁড়া করছি। এরমধ্য থেকেই গল্পের প্লট বের করছি।’
এর আগ পর্যন্ত চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষা করতে বললেন নির্মাতা। তিনি আরো জানান, নিজের দ্বিতীয় ছবিতে থাকবে অনেক চমক।
উল্লখ্য, বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।