বাংলাদেশের অন্যতম কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। দেশাত্ববোধক গানে যাকে বলা হয় গানের পাখি। দীর্ঘ বিরতির পর আবারো হাজির হতে চলেছেন তার গানের জুলি নিয়ে।
আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাউদ্দীন আলীর সুরে নতুন একটি দেশের গান নিয়ে দর্শকসম্মুখে হাজির হতে চলেছেন জনপ্রিয় এই গায়িকা। গানটি লিখেছেন সহিদ রাহমান আর সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।
গানটি প্রসঙ্গে শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর হৃদয় ছোঁয়া কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রুদ্ধাঞ্জলি।’
এদিকে সুরকার আলাউদ্দীন আলী বলেন, ‘দীর্ঘদিন পর সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলাম। সবমিলিয়ে এ গানটিও মানুষ মনে রাখবে বলে বিশ্বাস করি।’
গীতিকার সহিদ রাহমানের ভাষায়, ‘সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসাবে সাবিনা ইয়াসমিন কে বেছে নেওয়ার কারণও এটা। কারণ তিনি সর্বজনস্বীকৃত সংগীতশিল্পী। তার গানের ভক্ত নন এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। আশা করি তার অনেক কালজয়ী গানের মতো এ গানটিও মানুষের মনে অবস্থান করবে।’
ইতোমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওর কাজও চূড়ান্ত হয়েছে।