কানাডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র। গতকাল ৩০ জুন থেকে কানাডায় শুরু হয়েছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল। আজ সেখানে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দরজা’। আজ ১ জুলাই কানাডার স্থানীয় সময় বিকাল ৫টায় ডানফোর্থ অ্যাভিনিউর উডসাইড সিনেমা হলে এটি প্রদর্শন হবে বলে জানিয়েছেন নির্মাতা পারভেজ সিদ্দিকী। অর্থাৎ আজ দরজা প্রদর্শিত হবে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি প্রবাসে কষ্ট করা মেয়েদের গল্প। ভিনদেশে মেয়েদের অসম্মানের গল্প। একটি পরিবারের স্বপ্ন দেখার গল্প। আমরা সেসব মেয়ের খোঁজ রাখি না। সমাজে দেখি। কিন্তু তাদের নিয়ে কোনো চিন্তা করি না। ফেস্টিভ্যালে প্রদর্শন হওয়ার খবরটি সত্যিই আনন্দের, অনুপ্রেরণারও বটে। নির্মাতাকে ধন্যবাদ। সেইসঙ্গে আমার এই শর্টফিল্মটি প্রবাসে কষ্ট করা মেয়েদের উৎসর্গ করলাম।’
নির্মাতা পারভেজ সিদ্দিকী বলেন, ‘এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না। এতে রোকেয়া প্রাচী মূল চরিত্রটিকে এমনভাবে রূপ দিয়েছেন যা মুগ্ধ করেছে সবাইকে। চলচ্চিত্রটি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মতো প্ল্যাটফর্মে বিশ্বের অন্য ছবির পাশে স্থান করে নিয়েছে। এটা আমার জন্য পরম সৌভাগ্যেরও বটে।’
রোকেয়া প্রাচী ছাড়াও এতে অভিনয় করেছেন মেহেদী হাসান পিয়াল, মিতা চৌধুরী ও বীথি রানী সরকারসহ অনেকেই।